সব সময়ের সেরা ৩টি Public Torrent/টরেন্ট সাইট-
হ্যালো বন্ধুরা। সবাই ভালো তো? আজকে আপনার সাথে আলোচনা করবো বেস্ট ৩টি টরেন্ট সাইট নিয়ে। যারা মুভি, সিরিজ, এনিমি লাভার্স তাদের জন্য টরেন্ট সাইট হচ্ছে মধুর মতো।
টরেন্টের মাধ্যমে সহজেই খুব অল্প সময়ের মধ্যেই অনেক বড় বড় সাইজের ফাইল ডাউনলোড করা যায়।
যারা OTT প্ল্যাটফর্মের মুভি,সিরিজ বা অন্য কোন মুভি সিরিজ টাকা দিয়ে দেখতে পারেন না এবং অনেকেই ফ্রিতে সিরিজ, মুভি, গেম ইত্যাদি দেখার জন্য টরেন্ট ব্যবহার করে থাকে।
আর আজকে আলোচনা করবো তেমন ৩টি সাইট নিয়ে। যা আমার চোখে দেখা সেরা পাবলিক টরেন্ট? Public Torrent সাইট। তো চলুন শুরু করি।
১. টরেন্ট/Torrent কি?
টরেন্ট হচ্ছে এমন এক ধরনের ফাইল শেয়ারিং মেকানিজম যার মাধ্যমে আপনি যেকোন ফাইল ইচ্ছা করলে অনেক স্পিডে ডাউনলোড দিতে পারবেন।
সেই ফাইল হউক মুভি, অডিও বা গেইমের rar ফাইল।
যখন আপনি টরেন্ট ব্যবহার করে কিছু ডাউনলোড করবেন তখন মূলত এটা অনেকগুলো কম্পিউটার থেকে একসাথে ডাউনলোড হয়,
অর্থাৎ প্রতিটা কম্পিউটার ই নিজের সার্ভার হয়ে যায়। এজন্য এই ফাইল শেয়ারিং সিস্টেমকে টরেন্ট বলা হয়।
বেস্ট ৩টি পাবলিক টরেন্ট/ Public Torrent সাইট-
ক. 1337x
আমার দেখা সেরাদের সেরা ফ্রী পাবলিক টরেন্টের/ Public Torrent মধ্যে অন্যতম এটি । এতো সুন্দর গোছানো এই টরেন্ট সাইট যে বলার অপেক্ষা রাখে না। এতে সহজের আপনি বিভিন্ন মুভি সিরিজ, গেইম ইত্যাদির নাম লিখে সার্চ দিলেই হাজার হাজার রিজাল্ট পেয়ে যাবেন।
তাতে করে আপনার পছন্দ মতো ফাইলটি ডাউনলোড দিতে পারবেন ইচ্ছে করলেই। সাথে একস্ট্রা অপশন হিসেবে আছে ট্রেন্ডিং টরেন্ট।
অর্থাৎ গত কয়েকদিনে যে টরেন্ট ফাইল গুলো সবচাইতে বেশিবার ডাউনলোড হয়েছে সেগুলো। সাথে আছে অল টাইম বেস্ট টরেন্ট অপশন। অর্থাৎ যেগুলো অনেকদিন ধরে সবচাইতে বেশি ডাউনলোড হয়েছে।
খ. The Pirates Bay
টরেন্ট সাইটের ২য় স্থানে থাকবে পাইরেটস বে। এর ইউজার ইন্টারফেস কিছুটা চোখ ধাধানো হলেও এটি 1337X এর অল্টারনেটিভ বলতে পারেন। এতেও সেইম ফিচার আছে যা 1337x এ আছে।
কিন্তু এতে সবচাইতে বোরিং জিনিস হচ্ছে এতে এডে ভরপুর। 1337x এও এড আছে কিন্তু পাইরেটস বে এর মতো না। বাদ বাকি সব দিক দিয়ে সেইম। সিডার লিচার দেখে ডাউনলোড দিলেই হবে। তাহলে ভালো স্পীডে ডাইনলোড দিতে পারবেন।
গ. RARBG
যারা শুধু রিসেন্ট টরেন্টের জন্য খুজেন, তাদের জন্য এই সাইটটি রিকমান্ডেড।
এটিতে সদ্য রিলিজপ্রাপ্ত সব কোয়ালিটির মুভি, পেইড সফটওয়্যার, সিরিজ পাওয়া যাবে। ওল্ড টরেন্ট এতে নাই।
সেজন্য এই সাইটটি একদম ফ্রেশ থাকে। আপনি উপরের দুইটার বিক্লপ হিসেবে এই সাইট ব্যবহার করতে পারেন।
বলে রাখা উপরের ৩টি সাইটিই পাবলিক টরেন্ট সাইট। যার দরুন এতে অনেক হ্যাকার থাকতে পারে। সেজন্য বুঝে শুনে ফাইল ডাউনলোড করবেন।
আপনার অসাবধানতার জন্য আপনার মোষ্ট ইম্পর্টেন্ট ফাইলগুলো গায়েব হয়ে যেতে পারেন।
আশা করি আজকের পর্ব আপনাদের ভালোই লেগেছে। সামনে পর্বে আলোচনা করব বাংলাদেশের সেরা ২টি প্রাইভেট টরেন্ট সাইট নিয়ে। ততক্ষন সাথেই থাকবেন আশা করি। আর আমাদের ওয়েব সাইটটি পুরো ঘুরে আসুন-জেনে যাই
পাশাপাশি আমাদের ইসলামিক ব্লগটি ভিজিট করতে পারেন এই লিঙ্কে গিয়ে-IslamforTeens
সবাইকে ধন্যবাদ।