কুরআন শিক্ষা করুন সহজ পদ্বতিতে।
আসসালামু আলাইকুম। আমরা জন্ম সুত্রেই অনেকেই মুসলিম কিন্তু অনেকেই নামাজ, রুজা, হজ্ব যাকাত কোন কিছুই আদায় করেনা আর কুরআন শিক্ষা তো বহু দুরের কথা।
আমি জানি আপনি খুব ভালো মানুষ কারণ আপনি এখন কুরআন শিক্ষা করার জন্য এসেছেন যে কুরআন শিক্ষা করার জন্য আসতে পারে সে কখনো খারাপ কোন কাজ করতে পারেনা।
মহান আল্লাহ্এর কাছে দোয়াকরি আল্লাহ্ যেন আপনাকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এতক্ষণ অনেক বকবক করে ফেলেছি তাহলে আসুন মূল কথায় আসি।
আমরা পবিত্র কুরান শিক্ষার পদ্বতিটাকে অনেকভাবে ভাগ করেছি, এক এক করে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব ইনশাল্লাহ।
( ১নং পার্ট )
হরফে হিজা বা হরফ পরিচিতি অর্থা আমরা বাংলাতে বলে থাকি বর্ন এই বর্নকেই বলা হয় হরফ।আমরা এতক্ষণ হরফ সম্পর্কে জানেছি এবং বুজেছি। আপনি হয়তো ভাবছেন কুরআনকি এইভাবে পড়ে পড়ে শিক্ষা করা সমভব? আমি বলব আল্লাহ্ যদি আপনাকে তৌফিক দান করেন অবশ্যই সম্ভব! শুদু দরকার আপনার প্রবল ইচ্ছা শক্তি আর ধর্য্য।
মাখরাজ
এখন আমরা শিখব হরফের উচ্চারণ ও মাখরাজ।
চলুন রিভিশন দেই।
আজকে আমরা কি কি শিখতে পারলাম? মনে করে নিজে নিজে বলার চেষ্টা করুন। তারপরেও আমি আবার বলে দেই আজকে আমরা শিখতে পারলাম। (১) হরফ পরিচিত। (২) মাখরাজ এবং উচ্চারণের স্থান।
আমাদের ওয়েবসাইটে আরও পড়তে এখানে ক্লিক করুন।
আমাদের সাথে অসহায় মানুষকে সেবা দিতে এবং আপনিও সেবা নিতে এখানে ক্লিক করুন।