কিভাবে পশু জবাই করতে হবে সম্পর্কীয় খুব গুরত্ব পূর্ন মাসআলা।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা যেহেতু মসলিম তাহলে অবশ্যই আমাদের কোরবানির পশুগুলি জবাহ করার মাসয়ালাগুলি জানার অত্যান্ত প্রয়োজন। তাই আজকে আমি কোরআন হাদিসের আলোকে আলোচনা করব কিভাবে পশু জবাই করতে হবে?
১। কুরবানীর পশু জবাই করার সময় হাতের করে শরীকদের নাম গনা ও ছুরিতে ফুক দেয়ার কোন প্রয়োজন নেই। শুধু কুরবানীর নিয়ত থাকলে হবে। (আহছানুল ফা: ৭/৪০৪) জবাই এর পর মুনাজাতের কোন প্রমাণ নেই।
২। নিজ কুরবানীর পশু নিজে জবাই করা উত্তম, জবাই করতে না পারলে জবাই এর সময় উপস্থিত থাকা ভাল। (হিদায়া খ:৪,পৃ:৪৩৪)
আরও পড়ুনঃ অন্যের পক্ষ হতে কুরবানী দিলে হবে কিনা? আসুন জেনেনেই।
৩। শরীকদার নিজশরীকের পশু জবাই করে অন্য শরীকদের থেকে জবাইএর বিনিময় গ্রহণ করা জায়েয হবেনা। (আহছানুল ফা: ৭/৫১৮)
৪। জবাই এর সময় যত জনে ছুরি ধরবে ততজনে বিছমিল্লাহ পড়তে হবে।
৫। পশুর গলার দু’পাশে দু’টি এবং মাঝখানে খাদ্য নালীও কণ্ঠ নালী সহ মোট চারটি রগ আছে,জবাই করতে কমপক্ষে তিনটি রগ কাটা যেতে হবে, এর কম কাটা হলে পশুটি মৃতগণ্য হবে, তার গােস্ত খাওয়া জায়েয হবেনা। (হিদায়া ৪,আহছানুল ফা: ৭/৪০৪)
৬। জবাই করতে পশুর মাথা আলাদা হয়ে গেলেও ঐ পশুর গোস্ত খাওয়া জায়েয হবে, তবে এভাবে জবাই করা মাকরূহ।(আহ:ফা; ৭/৪০৭)।
৭। জবাইকৃত পশু ঠান্ডা (স্থীর) হওয়ার পূর্বে চামড়া ছোরানো মাকরূহ।
৮। জবাই করার পূর্বে পশুকে ঘাঁস, পানি খাওয়ানো মুস্তাহাব,ক্ষুধার্ত ও পিপাসিতাবস্থায় জবাই করা মাকরূহ। (মাছয়েলে কুরবানী ১৭১)।
কুরবানীর দুয়া।
কুরবানীর জন্তুকে শোয়ানোর পূর্বে যদি জানা থাকে এই দুয়াটি পড়ে নিবে।
জন্তু জবাই করার পর জানা থাকলে এই দুয়া পড়বে।
আমাদের সেবা পেতে অথবা আমদের সাথে অসহায় মানুষের পাশে দারাতে এখানে ক্লিক করুন।